বিশ্বজিৎ চ্যাটার্জীর জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ৪ ডিসেম্বর, ২০১৯

বিশ্বজিৎ চ্যাটার্জী

বিশ্বজিৎ চ্যাটার্জী একজন বাংলা ও হিন্দি চলচ্চিত্র অভিনেতা। বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্র জগতেও তিনি সমান দক্ষতার সাথে অভিনয় করে গিয়েছেন এবং যথেষ্ট খ্যাতি অর্জন করেন।

জন্ম ও পরিবার

বিশ্বজিৎ চ্যাটার্জী ১৪ই ডিসেম্বর ১৯৩৬ সালে কলকাতায় জন্মগ্রহন করেন। তাঁর পুত্র প্রসেনজিত চ্যাটার্জী নিজেও একজন বাংলা চলচ্চিত্র অভিনেতা।

Bishwajit Chatterje

অভিনয় জীবন

বিশ্বজিৎ চ্যাটার্জী ১৯৫৯ সালে ‘ডাক হরকরা’সিনেমায় আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৬০ সালে মায়ামৃগ, ১৯৬১ সালে দুই ভাই, সিনেমাতে অভিনয় করেন। এরপর ১৯৬২ সালে হিন্দি চলচ্চিত্র বিশ সাল বাদ এও অভিনয় করেন। এরপর একে একে কঠিন মায়া, দাদাঠাকুর, বিন বাদল বরসাত, ধুপ ছায়া, কোহরা, কেয়সে কহুঁ, গোধূলি বেলায়, মেরে সনম, দো দিল, প্রভৃতি অসাধারন সিনেমা আমাদের উপহার দিয়েছেন। ১৯৭৫ সালে বিশ্বজিৎ ‘কেহেতে হ্যায় মুঝকো রাজা’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেন। অই ছবিটিতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র, হেমা মালিনী, রেখা ও শ্ত্রুঘ্ন সিনহা।

রাজনৈতিক জীবন
২০১৪ সালের সাধারন নির্বাচনে বিশ্বজিৎ চ্যাটার্জী লোকসভার দিল্লী আসন থেকে তৃনমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং ৯০৯ টি ভোট পেয়ে ৭ম স্থান অর্জন করেছিলেন।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography