< দীপঙ্কর দে জীবন কাহিনী ও নানান অজানা দিক

দীপঙ্কর দে-র জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৪ই সেপ্টেম্বর, ২০১৯

দীপঙ্কর দে

বাংলা সিনেমা ও দূরদর্শনের এক স্বনামধন্য শিল্পী দীপঙ্কর দে। তিনি প্রচুর সিনেমা ও ধারাবাহিকে নানা ধরনের চরিত্রে অত্যন্ত সাবলীল অভিনয় করেছেন। নিজ অভিনয় গুনে আজ তিনি একজন প্রথম সারির প্রবীন অভিনেতা।

জন্ম

দীপঙ্কর দে ৫ই জুলাই১৯৪৪ সালে কোলকাতায় জন্মগ্রহন করেন। এখনও অবধি তিনি বেশ কিছু আর্ট হাউস ও বানিজ্যিক সিনেমায় কাজ করেছেন।

Dipankar Dey

কর্মজীবন

দীপঙ্কর দে ১৯৭১ সালে সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ সিনেমায় আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৯০ সালে গনশত্রু, শাখাপ্রশাখা এবং আগন্তুক সিনেমায় কাজ করেন।যার মধ্যে তিনি নায়ক খলনায়ক ও অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে রনক্ষেত্র, বাঞ্ছারামের বাগান, পরমা, মোহনার দিকে, সংগ্রাম, শত্রু, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, অর্জুন-কালিম্পং এ সীতাহরন, অস্ত্র, ইয়ংগিস্তান, শেষ অঙ্ক, আগন্তুকের পরে, মন্দবাসার গল্প ইত্যাদি। শুধুমাত্র সিনেমা নয় দুরদর্শনেও  তিনি সমান দক্ষতার সাথে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ধারাবাহিক গুলি হল, জড়োয়ার ঝুমকো, ভজ গোবিন্দ, জয় কানহাইয়া লাল কী।

অভিনীত চলচ্চিত্রসমূহ

  • মন্দবাসারগল্প (২০১৭)
  • শঙ্খচিল (২০১৬)
  • হরহরব্যোমকেশ (২০১৫)
  • আগন্তুকেরপরে (২০১৫)
  • শেষঅঙ্ক (২০১৫)
  • বাদশাহীআংটি (২০১৪)
  • ইয়ংগিস্তান (২০১৪)
  • হাইওয়ে (২০১৪)
  • চ্যালেঞ্জ (২০১৪)
  • অর্জুনকলিম্পংসীতাহরণ (২০১৩)
  • হেমলকসোসাইটি (২০১২)
  • চিত্রাঙ্গদা (২০১২)
  • অস্ত্র (২০১২)
  • ফান্দেপড়িয়াবগাকান্দেরে (২০১১)
  • শত্রু (২০১১)
  • সংগ্রাম (২০০৫)
  • মায়েরআঁচল (২০০৩)
  • মোহনারদিকে
  • কৈলাসেকেলেঙ্কারি (২০০৭)
  • আগন্তুক (১৯৯১)
  • শাখাপ্রশাখা (১৯৯২)
  • পরমা (১৯৮৪)
  • বাঞ্ছারামেরবাগান (১৯৮০)
  • জনঅরণ্য (১৯৭৬)
  • সীমাবদ্ধ (১৯৭১)
  • রণক্ষেত্র

পুরষ্কার

দীপঙ্কর দে ১৯৮৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারঃ শ্রেষ্ঠ সাপোর্টিং অভিনেতাঃ পরমা নির্বাচিত হন।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography