জর্জ বেকারের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ০৯ই মে, ২০১৮

জর্জ বেকার একজন ভারতীয় অভিনেতা এবং রাজনীতিক। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি প্রচুর থেকে বাংলা ও অসমীয়া ফিল্মে অভিনয় করেছেন। ভারতীয় সংবিধানের ৩৩১ নং ধারা অনুযায়ী এদেশের অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিনিধি হিসেবে ভারতীয় পার্লামেন্টে যে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করা হয়, বর্তমানে জর্জ বেকার তাদের মধ্যে একজন। ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগদান করেন। সে বছর পশ্চিমবঙ্গের হাওড়া লোকসভা আসন থেকে ভোটে দাঁড়ান, এবং পরাজিত হন।

প্রথম জীবন

জর্জ বেকার ১৯৪৫ খ্রীষ্টাব্দের ২৮শে অক্টোবর ভারতের আসাম রাজ্যের তেজপুর শহরে জন্মগ্রহণ করেন। প্রথম বয়সে তিনি লক্ষ্ণৌয়ের লা মার্টিনিয়ের কলেজে পড়াশোনা করেন। তিনি এই সময় জাতীয় স্তরে বক্সিং ও সাঁতারে জুনিয়র লেভেলে নাম করেছিলেন। এরপরে তিনি আসাম এঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কিন্তু তাঁর পিতার আকষ্মিক মৃত্যুতে এখানে পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। তিনি পার্মানেন্ট ওয়ে এঞ্জিনীয়ারিঙে একটি দু’বছরের কোর্স করেন এবং উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের এঞ্জিনীয়ারিং বিভাগে কাজে যোগ দেন। দুই বছর এখানে কাজ করার পরে তিনি কর্মবিরতি নেন এবং নিজের ব্যবসা শুরু করেন।

অ্যাকটিং কেরিয়ার

জর্জ বেকার অভিনয় জগতে প্রবেশ করেন ১৯৭৪ খ্রীষ্টাব্দে অসমিয়া ছায়াছবি ‘চামেলি মেমসাহেবে’ নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে। এই সিনেমাটি ২৩তম ভারতীয় ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অসমিয়া ফিল্ম হিসেবে সম্মানিত হয়। এই ছবিতে তিনি বার্কলের ভূমিকায় অভিনয় করেছিলেন, একজন ব্রিটিশ যিনি এক ভারতবর্ষীয় রমণী চামেলির প্রেমে পড়ে যান। এবং পরে সেই মেয়েটিকেই হত্যার অভিযোগে অভিযুক্ত হন। পরে, এই সিনেমার বাংলা পুনর্নির্মাণ হয়েছিল, এবং তাতেও জর্জ বেকার বার্কলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর তিনি অসংখ্য বাংলা ছায়াছবি, যাত্রা, টেলিফিল্ম ও সিরিয়ালে অভিনয় করেছেন আজ পর্যন্ত তিনি পাঁচটি ভাষার ফিল্মে অভিনয় করেছেন। বাংলা, অসমিয়া, ইংরাজি, হিন্দী এবং সাঁওতালি।

রাজনৈতিক কেরিয়ার 

২০১৪ খ্রীষ্টাব্দের ২৭শে ফেব্রুয়ারী, ভারতে লোকসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জর্জ বেকারকে পশ্চিমবঙ্গের হাওড়া লোকসভা কেন্দ্রে তাদের পার্টির ভোটের ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করে।

২৩শে জুলাই ২০১৫ সালে, তিনি ভারতের ষোড়শতম লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান দুইজন প্রতিনিধির মধ্যে একজন হিসেবে যোগদান করেন।
২৪শে জুলাই ২০১৭য় তিনি আক্রমণের শিকার হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। অভিযোগ অনুসারে এই আক্রমণের নেপথ্যে ছিল তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

অভিনেতা জর্জ বেকারের অভিনীত সিনেমাগুলি হল

  • 2012  Bhooter Bhabishyat
  • 2008  Love
  • 2007  Minister Fatakeshto
  • 2005  Parineeta
  • 2004  Bow Barracks Forever
  • 2002  Desh
  • 1993  Priyojon
  • 1988  Anjali
  • 1988  Boba Sanai
  • 1988  Pratipaksha
  • 1984  Devi
  • 1983  Amar Geeti
  • 1982  Amrita Kumbher Sandhaney
  • 1979  Chameli Memsaheb
  • 1975  Chameli Memsaab

এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography