রজতাভ দত্তের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৯ ডিসেম্বর, ২০১৯

রজতাভ দত্ত

রজতাভ দত্ত হলেন একজন বাঙ্গালী চলচ্চিত্র অভিনেতা তথা নাট্যকার। যদিও টলিপাড়ায় তিনি রনিদা নামেই বেশি পরিচিত। মূলত নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্যই তিনি সুপরিচিত। তবে শুধু নেতিবাচক চরিত্রেঈ নয়, বিভিন্ন ক্ষেত্রে কৌতুক চরিত্র ও ইতিবাচক চরিত্রেও তিনি যথেষ্ট দক্ষ। তিনি জি বাংলায় সম্প্রচারিত কমেডি রিয়ালিটি শো মিরাক্কেল এর একজন বিশিষ্ট বিচারক।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     
ছোটবেলা

১৯৬৭ সালে ৮ই মে বাংলাদেশের যশোর জেলায় জনগ্রহন করেন রজতাভ দত্ত। যদিও বর্তমানে তিনি ভারতীয়। তাঁর পিতা স্বর্গীয় সুবোধ কুমার দত্ত। তিনি ১৯৮৩ সালে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৮৫ সালে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাাডমিনিস্ট্রেশান থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। এবং ১৯৮৭ সালে নেতাজি নগর কলেজ থেকে স্নাতক হন।

Rajatabha Dutta

অভিনয় জীবন

রজতাভ দত্ত অভিনয় জগতে প্রবেশের পুর্বে থিয়েটারে অভিনয় করতেন। ১৯৮৭ থেকে ১৯৯০সাল পর্যন্ত তিনি সৌমিত্র বসুর থিয়েটার দল অন্তরমুখ এ অভিনয় করেছেন। এরপর ১৯৯০ থেকে ১৯৯৩ তে ইশিতা মুখার্জীর উস্নিক এ কাজ করেছেন। এরপর তিনি একে একে কৌশিক সেনের স্বপ্নসন্ধানী তেও বেশ কিছুদিন অভিনয় করেন। তিনি১৯৯৪ সালে দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ও অসিত মুখোপাধ্যায়ের সাথে গান্ধার এ অভিনয় করেছেন।  রজতাভ দত্ত চন্দন সেন, সোহাগ সেন,তমাল রায় চৌধুরি, দেবেশ চট্টোপাধ্যায়, ফাল্গুনি চ্যাটার্জি, অমিতাভ দত্ত প্রমুখ নাট্য বাক্তিদের সাথে কাজ করেছেন। জুনিয়র আর্টিস্ট হিসেবে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন। ২০০১ সালে পারমিতার একদিন এ অসাধারন অভিনয় করে তিনি BFJ অ্যাওয়ার্ড পান। ২০০৬ সালে এম এল এ ফাটাকেস্টর তে সেরা খলনায়কের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড পান।

অভিনীত চলচ্চিত্র সমুহ

আজব গাঁয়ের আজব কথা, পারমিতার একদিন, চক্রব্যূহ, এববং তুমি আর আমি, মি. অ্যান্ড মিসেস আইয়ার, রাস্তা, পথ, নীল নির্জনে, বোম্বাইয়ের বোম্বেটে, প্রহর, বারুদ, আবার আসব ফিরে, যুদ্ধ্‌, মন্ত্র, মানিক, অবিশ্বাসি, প্রিয়তমা, খলনায়ক,  MLAফাটাকেষ্ট, ঘাতক,অভিমন্যূ, তুলকালাম, টাইগার, সংঘর্ষ, প্রেম, আই লাভ ইউ, চক্র ,বন্ধু, গোলমাল, বাজিমাত, আমার প্রতিঞ্জা, মহাকাল, ফ্রেন্ড, চ্যালেঞ্জ, ওলোট পালোট, কামিনেই, অমর সঙ্গী, ক্রোধ, ঠিকানা রাজপথ, প্রতিদ্বন্দি, লজ্জা, মন নিয়ে, রহমত আলি, অন্তর্বাস, লুকোচুরি, পথ যদি না শেষ হয়, কখনো বিদায় বোলো না, মহানগরী, কাছে আছো তুমি, জোর যার মুলুক তার, হিং টিং ছট, লাভ কানেকশান, কেল্লাফতে, তখন তেইশ, বাই বাই ব্যাংকক, হ্যান্ডকাফ, চলো পাল্টাই, পিয়া তুমি, মন বলে প্রিয়া প্রিয়া, রান, বাজিকর, পাগলু, ঊড়ো চিঠি, ভোরের পাখি, গোড়ায় গন্ডগোল, তবুও বসন্ত, সেক্টর ভি, রঙ রুট প্রেম, লাভ গুরু, লে হালুয়া লে, পাগলু ২, হয়তো প্রেমের জন্য, দুর্গা, ছুটির ফান্দে, আমি যে চেয়েছি তোমায়, চ্যালেঞ্জ ২, আলেয়ার আলো, কাঞ্চনঞ্জঙ্ঘা এক্সপ্রেস, ৩ কন্যা, দ্য ওয়েসিস, গোলেমালে পিরিত কোরো না, নামতে নামতে, এক থি ডায়ন, খোকা ৪২০, বস, খিলাড়ি, রংবাজ, আশ্চর্‍্য প্রদীপ, ঘর, গল্প হলেও সত্যি, পেন্ডুলাম, বাদশাহী আংটি, ওপেন টি বায়োস্কোপ, নাটকের মত, গ্যাংস্টার, অ্যাঙ্গার, বসগিরি, মেরি পেয়ারি বিন্দু, জজ্ঞা জাসুস, নবাব, আমি যে কে তোমার, বলোদুগগা মাইকি, চালবাজ, বক্সার, টোটাল দাদাগিরি, কবীর, গুপ্তধনের সন্ধানে, মনোজদের অদ্ভুত বাড়ি, রাজকাহিনী, সাগর দ্বীপে যকের ধন, জম্বিস্তান।    


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography