রবি ঘোষের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ৩ ডিসেম্বর, ২০১৯

রবি ঘোষ

বাংলা সিনেমার জগতে রবি ঘোষ একটি কিংবদন্তি নাম। তিনি বাংলা সিনেমায় নানারকম চরিত্রে অভিনয় করেন। তাবে আমাদের দর্শক কুলের কাছে তিনি কমেডিয়ান বা হাস্যরসাত্মক অভিনেতা হিসেবেই সমধিক পরিচিত। তিনি বড় পর্দা ছাড়াও টিভি ও বিভিন্ন নাট্যমঞ্চে অভিনয় করেছেন।    

ছোটোবেলা

রবি ঘোষের আসল নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। তিনি ২৪শে নভেম্বর,১৯৩১ সালে কলকাতায় জন্মগ্রহন করেন। ১৯৪৯ সালে তিনি সাউথ সুবর্ধন মেইন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। বিজ্ঞান বিভাগে ইন্টারপাশ করে তিনি আশুতোষ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে গ্র্যাজুয়েট হন। এরপর রবি ঘোষ ১৩৫৩ সাল থেকে ১৯৫৯সাল পর্যন্ত বংশাল কোর্টে কাজ করেন।

  
ব্যাক্তিগত জীবন

রবি ঘোষ  অভিনেত্রী অনুভা গুপ্তকে বিয়ে করেন। প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর দশ বছর পর ২৪শে নভেম্বর ১৯৮২ সালে তিনি বৈশাখী দেবীকে বিয়ে করেন।

Robi Ghosh

চলচ্চিত্র জীবন

১৯৫৯ সালে রবি ঘোষ ‘আহবান’ সিনেমায় একটি ছোটো চরিত্রে অভিনয় করেন।তিনি তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ সিনেমায় অভিনয় করেন এবং তার পরিচিতি বৃদ্ধি পায়। এরপর তিনি সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন বাঘা বাইন’ এর বাঘা চরিত্রে অভিনয় করেন যা বাংলা চলচ্চিত্র জগতে আজও একটি মাইলস্টোন হয়ে আছে। এরপর তিনি অভিযান, অরন্যের দিনরাত্রি, হীরক রাজার দেশে, গুপী বাঘা ফিরে এল, পদ্মা নদীর মাঝি, চারমূর্তি প্রভৃতি বেশকিছু অসাধারন সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন।

তারঁ অভিনীত সিনেমার তালিকা

  • কাহিনী (১৯৯৭)
  • বাক্স রহস্য (টেলিভিশন) (১৯৯৬)
  • বৃন্দাবন ফিল্ম স্টুডিওস (১৯৯৬)
  • পাতাং (১৯৯৪)
  • পদ্মা নদীর মাঝি (১৯৯৩)
  • আগন্তুক (১৯৯১)
  • গুপী বাঘা ফিরে এলো (১৯৯১)
  • অন্তর্জালিযাত্রা (১৯৮৭)
  • মহাযাত্রা (১৯৮৭)
  • আমারগীতি (১৯৮৩)
  • বাঁচামরারবাগান (১৯৮০)
  • হীরকরাজারদেশে (১৯৮০)
  • পাকাদেখা (১৯৮০)
  • নৌকাডুবি (১৯৭৯)
  • চারমূর্তি (১৯৭৮)
  • জানাঅরণ্য (১৯৭৬)
  • কোরাস (১৯৭৪)
  • ''মৌচাক (১৯৭৪)
  • সঙ্গিনী (১৯৭৪)
  • ঠগিনী (১৯৭৪)
  • বসন্তবিলাপ (১৯৭৩)
  • মর্জিনাআব্দুল্লাহ (১৯৭৩)
  • আজকেরনায়ক (১৯৭২)
  • পদিপিসিরবার্মিবাক্স (১৯৭২)
  • সবসেবড়াসুখ (১৯৭২)
  • ধন্যিমেয়ে (১৯৭১)
  • অরণ্যেরদিনরাত্রি (১৯৭০)
  • আরোগ্যনিকেতন (১৯৬৯)
  • আপনজন (১৯৬৮)
  • বাঘিনী (১৯৬৮)
  • গুপীগাইনবাঘাবাইন (১৯৬৮)
  • বালিকাবধূ (১৯৬৭)
  • কালতুমিআলেয়া (১৯৬৬)
  • মণিহার (১৯৬৬)
  • দলগোবিন্দেরকরচা (১৯৬৬)
  • গল্পহলেওসত্যি (১৯৬৬)
  • উত্তরপুরুষ (১৯৬৬)
  • গৃহসন্ধানে (১৯৬৬)
  • স্বপ্ননিয়ে (১৯৬৬)
  • আরোহী (১৯৬৫)
  • মহাপুরুষ (১৯৬৫)
  • এতটুকুবাসা (১৯৬৫)
  • সুরেরআগুন (১৯৬৫)
  • আরোহী (১৯৬৪)
  • লালপাথর (১৯৬৪)
  • শুভদেবতারগ্রাস (১৯৬৪)
  • মোমেরআলো (১৯৬৪)
  • অবশেষে (১৯৬৩)
  • নির্জনসৈকতে (১৯৬৩)
  • কষ্টিপাথর (১৯৬৩)
  • শেষপ্রহর (১৯৬৩)
  • ছায়াসূর্য (১৯৬৩)
  • বিনিময় (১৯৬৩)
  • ন্যায়দন্ড (১৯৬৩)
  • পলাতক (১৯৬৩)
  • আগুন (১৯৬২)
  • অভিযান (১৯৬২)
  • হাঁসুলীবাঁকেরউপকথা (১৯৬২)
  • মেঘ (১৯৬১)
  • কিছুক্ষণ (১৯৫৯)

পরিচালিত সিনেমাগুলি

রবি ঘোষ ১৯৭৬ সালে ‘নিধি রাম সর্দার’ ও ১৯৭৪ সালে ‘সাধু যুধিষ্ঠিরের কড়চা’ নামে দুটি সিনেমা পরিচালনা করেন।
পুরষ্কার

মৃত্যু

রবি ঘোষ ৪ঠা ফেব্রুয়ারী ১৯৯৭ সালে পরলোকগমন করেন।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography