শান্তিলাল মুখার্জীর জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০১৯

শান্তিলাল মুখার্জি

শান্তিলাল মুখার্জী একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা। নিজ অভিনয় নৈপুণ্যে আজ তিনি জনপ্রিয়তার শিখরে আরোহন করতে সক্ষম হয়েছেন। যদিও তাঁকে অভিনেতা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। তাঁর অভিনয় শুধু সাধারন দর্শকমনেই সাড়া ফেলেনি, বিভিন্ন বিদ্বজনদের মধ্যেও তা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

ছোটবেলা

শান্তিলাল মুখার্জি দক্ষিন কলকাতার শরশুনায় জন্মগ্রহন করেন। সেখানেই শরশুনা হাই স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। এরপর নিঊ আলিপুর মাল্টিপারপাস হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।

ব্যাক্তিগত জীবন

শান্তিলাল মুখার্জি বেশ অল্প বয়সেই পিতৃহারা হন। বর্তমানে তিনি তাঁর মা স্ত্রী ও এক পুত্র সন্তান নিয়ে কলকাতার বসত বাড়িতে থাকেন। শান্তিলাল মুখার্জীর পুত্র রিতব্রতও একজন শিশুশিল্পী। সেও দূরদর্শনে বেশ কিছু সিরিয়ালে অভিনয় করছে।

Shantilal Mukherjee

অভিনয় জীবন

অভিনয় জীবনের শুরূতেই শান্তিলাল মুখার্জি কোন জনপ্রিয়তা লাভ করেননি । নিজেকে অভিনয়ব জগতে প্রতিষ্ঠিত করার জন্য তাঁকে অনেক লড়াই করতে হয়েছে। যার ফলস্বরুপ আজ তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা। যখন তিনি তাঁর পিতাকে হারান, জীবনে রোজগারের তাগিদে তিনি একটি রাস্তার ধারের চায়ের দোকানে কাজ করা শুরু করেন। কিন্তু সেখানকার অতি স্বল্প বেতনে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছিল তাঁর পক্ষে। সেজন্য তিনি একটি বাড়ী ব্রিজ নির্মীয়মান সংস্থায় চাকরি করতে শুরু করেন। শান্তিলাল মুখার্জী প্রথম থেকেই থিয়েটার, নাটক প্রভৃতি দেখতে পছন্দ করতেন। এমনকি তিনি থিয়েটারে অভিনয় নয় করতেও উৎসাহী ছিলেন। সেই সময় থিয়েটারের এক অডিশনে অংশগ্রহনের সু্যোগ আসে তাঁর কাছে। তিনি অডিশন দেন এবং গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হওয়া সেই অডিশনে তিনি পাশও করেন। পরবর্তীকালে ধীরে ধীরে তিনি  নিজেকে একজন নাট্যব্যক্তিত্ব রুপে প্রতিষ্ঠিত করেন। ১৯৯৬ সালে দূরদর্শনে এক সিরিয়ালে তিনি অভিনয় করেন। এরপর তিনি রবি ওঝা প্রোডাকশনের এক আকাশের নীচে ও দেবাংশু সেনগুপ্তর বহ্নিশিখা সিরিয়ালে অভিনয় করে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি সিরিয়াল সহ বেশ কিছু বাংলা ও হিন্দি ফিল্মে অভিনয় করছেন।

অভিনীত চলচ্চিত্রসমূহ

বাদশা দ্য কিং,অন্তরমহল, শিকার, কালবেলা, চাওয়া পাওয়া, কালের রাখাল, মনের মানুষ, কাহানী,মাচো মস্তানা, লে হালুয়া লে, কিডন্যাপার, ছায়াময়, কানামাছি, বাড়ি তার বাংলা, চিরদিন ই তুমি যে আমার ২, দ্য রয়াল বেঙ্গল টাইগার, পেন্ডুলাম, মানিক্য, চতুষ্কোন, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, এম এস ধোনী দ্য আনটোল্ড স্টোরি,আমার আপনজন, পরি, হইচই আনলিমিটেড, ভাঈজান এলো রে, গোয়েন্দা তাতার, জামাই বদল, ভূতচক্র প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া'স মোস্ট ওয়ান্টেড, গোয়েন্দা জুনিয়র।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography