নিজস্ব প্রতিনিধি ১৯শে জানুয়ারী ২০১৭
দেবশ্রী রায় বাংলা চলচ্চিত্র জগতের একজন সফল এবং রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। বর্তমানে তিনি তৃণমূল দলের হয়ে একজন বিজয়ী বিধায়ক এবং সমাজসেবী। প্রায় শতাধিক বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন এবং রাষ্ট্রীয় পুরস্কার সহ মোট ৪০টি অ্যাওয়ার্ড তার ঝুলিতে রয়েছে।
ছোটবেলা
৮ই অগাস্ট ১৯৬১ সালে পশ্চিমবঙ্গের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন দেবশ্রী রায়। তার ডাকনাম চুমকি। বহু ছোট থেকেই তিনি ছবিতে অভিনয় করে আসছেন। কুমারী চুমকি নামে তিনি তার পাঁচ বছর বয়সে পাগল ঠাকুর সিনেমায় অভিনয় করেছিলেন। ৯ বছর বয়সে তিনি বালক গদাধর ছবিতে অভিনয় করেন। একই বয়সে তিনি বিখ্যাত পরিচালক তরুন মজুমদারের কুহেলী ছবিতে অভিনয় করেন।
অনেক ছোট থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। ছোট বয়স থেকেই দেবশ্রী রায় বিভিন্ন স্টেজে নাচের অনুষ্ঠান করতেন। তার মা আরতী রায় ছিলেন একজন প্রতিভাশালী নৃত্যশিল্পী। তিনি তার মা এবং বড় বোন পূর্ণিমা রায়, বন্দনা সেন এবং শিল্পী কেলুচরণ মহাপাত্রের কাছে নাচের তালিম নিয়েছেন। বর্তমানে নটরাজ নামে তিনি একটি নৃত্য প্রতিষ্ঠান চালনা করেন।
সিনেমা জগত
মূলত তরুন মজুমদারের হাত ধরে তিনি সিনেমা জগতে প্রবেশ করেন। তরুন মজুমদারের দাদার কীর্তি সহ বিভিন্ন ছবিতে তিনি সাবলীল চরিত্রে অভিনয় করেন। ভারতীয় টেলিভিশানের দুনিয়ায় ইতিহাস সৃষ্টিকারী সিরিয়াল মহাভারতে তিনি সত্যবতীর চরিত্রে অভিনয় করেছিলেন। সত্যবতী ছিল ভীষ্মের মা এবং শান্তুনুর পুত্র।
বাংলা সিনেমায় তিনি প্রথম লীড রোলে আসেন মিঠুন চক্রবর্তীর বিপরীতে নদী থেকে সাগরে সিনেমায়। এরপর প্রসেঞ্জিতের সাথে তার জুটি জনপ্রিয় হয়। ঋতুপর্ণ ঘোষের উনিশে এপ্রিল ছবিতে তার সাবলীল অভিনয় তাকে এনে দেয় রাষ্ট্রপতি পুরস্কার। এরপর বাংলার সেরা দুই অভিনেতা প্রসেঞ্জিত এবং চিরঞ্জিতের সাথে জুটি বেঁধে তিনি বহু বাংলা ছবিতে অভিনয় করেন।
রক্তলেখা সিনেমায় তার লিপে 'আমি কলকাতার রসগোল্লা' গানটি আজও সমানভাবে জনপ্রিয়। এছাড়া 'আর কত রাত একা থাকব' এবং 'বৃষ্টি অনাসৃষ্টি' ইত্যাদি গানগুলি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।
রাজনৈতিক কেরিয়ার
২০১১ সালে পরিবর্তনের জমানায় তিনি তৃণমূল দলের প্রার্থী হয়ে রায়দীঘি বিধানসভায় কান্তি গাঙ্গুলীকে পরাজিত করেন। এছাড়াও দেবশ্রী রায় ফাউন্ডেশান নামে তিনি একটী সমাজসেবী সংস্থা চালান যাদের মূল উদ্দেশ্য হচ্ছে পথকুকুরের সেবা করা। রাস্তায় কুকুর সহ অন্যান্য পশু যারা অবহেলায় মারা যাচ্ছে বা অসুখে ভুগছে তাদের সেবা করাই এই সংস্থার মূল লক্ষ্য।
পারিবারিক জীবন
বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেঞ্জিত চ্যাটার্জীর সাথে তার প্রেম বহু চর্চিত বিষয়। তার কিছুদিনের জন্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সেই বিবাহ ভেঙ্গে যায়। দেবশ্রী রায় বলিউড অভিনেতা রাণী মুখার্জীর মাসী হন।
দেবশ্রী রায় অভিনীত চলচ্চিত্রগুলী হল