রচনা ব্যানার্জীর জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ২৩শে জানুয়ারী ২০১৭

রচনা ব্যানার্জী বাংলা এবং ওড়িশা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। এই দু ভাষা ছাড়াও তিনি দক্ষিণ ভারতের কিছু সিনেমায় অভিনয় করেছেন এবং সুর্য্যবংশম বলিউড হিন্দী সিনেমায় অমিতাভ বচ্চনের সাথেও অভিনয় করেছেন।

ছোটবেলা

রচনা ব্যানার্জী জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালের ২ অক্টোবর। রচনা ব্যানার্জী ১৯৯৪ সালে মিস ক্যালকাটা পুরষ্কার জেতেন। তিনি অভিনয় শুরু করার আগে অনেক সুন্দরী প্রতিযোগিতা জেতেন। তিনি পিতা-মাতার একমাত্র সন্তান। তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জী।

অভিনয় জীবন

পরিচালক সুখেন দাস তার প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে (১৯৯৪) তার নাম রাখেন রচনা। রচনা ব্যানার্জী বাংলার সেরা নায়কদের সাথে সমানতালে বহু অভিনয় করে গেছেন। বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তিনি মোট ৩৫টি সিনেমাতে অভিনয় করেন। এছাড়া তাপস পাল এবং চিরঞ্জিত চক্রবর্তীর সাথে জুটি বেঁধেও তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন। তিনি মূলত বানিজ্যিক ঘরানার সিনেমাতেই বেশি অভিনয় করেছেন। তিনি বেশকিছু ওড়িশ্যা ছবিতে অভিনয় করেন সিদ্ধার্থ মহাপত্র-এর সঙ্গে। এছাড়া তিনি অমিতাভ বচ্চনের সাথে হিন্দি ছবিতে অভিনয় করেন। এছাড়া, তিনি উপেন্দ্র ও চিরঞ্জিবের সাথে দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করেন।

ব্যক্তিগত জীবন

সিনেমা জগতে শুরু অবস্থাতেই রচনা কটকে সিদ্ধার্থ মহাপত্র-কে বিয়ে করেন। যদিও এক বছরের মধ্যেই তাদের ছাড়াছাড়ি হয়। এর কিছু পরেই তিনি প্রবাল বসুকে বিয়ে করেন। রচনা ও প্রবাল বসুর সন্তান হল প্রনিল বসু। কিছুদিন আগে কানাঘুষো শোনা গিয়েছিল রচনা এবং প্রবাল বসুর ডিভোর্স হতে চলেছে, তবে এ খবর কতটা সত্য সে বিষয়ে সংশয় রয়েছে। রচনাকে সেভাবে এখন বড় পর্দায় দেখা যায় না। বহুদিন পর তিনি আবার রামধনু সিনেমায় ফেরত আসেন এবং এর কিছুদিন পরেই শাশ্বতর সাথে জুটি বেঁধে বউদি ডট কম সিনেমায় অভিনয় করেন। কিন্তু দুটি সিনেমাই সেভাবে জমে নি।



টেলিভিশন জগত

সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি বিগত কিছু বছর ধরে টেলিভিশনে জি বাংলা চ্যানেলে দিদি নাম্বার ১ নামে একটি রিয়েলিটি শো করছেন। এই টেলিভিশোন রিয়েলিটি শো বাংলার মহিলাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়া প্রসেঞ্জিতের সাথে জুটি বেঁধে তিনি আরেকটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সেই শো সেরকম ভাবে জনপ্রিয়তা পায় নি।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography