ঋতুপর্ণা সেনগুপ্তের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ১৯ নভেম্বর ২০১৯

ঋতুপর্না সেনগুপ্ত

ঋতুপর্না সেনগুপ্ত একজন বিখ্যাত বাঙ্গালী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলা সহ হিন্দি ভাষাতেও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তাঁর প্রতিভার গুণে আজ বাংলা ম্ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়েছে।ঋতুপর্না বাণিজ্যিক সিনেমার পাশাপাশি বেশকিছু শৈল্পিক ধারার সিনেমাতেও অভিনয় করেছেন।

ছোটবেলা ও পরিবার জীবন

ঋতুপর্না সেনগুপ্ত ৭ ই নভেম্বর  ১৯৭১ সালে পশ্চিম্বঙ্গের কলকাতায় জন্মগ্রহন করেন। তাঁর পিতা প্রবির সেনগুপ্ত ও মাতা নন্দিতা সেনগুপ্ত। ঋতুপর্না চিত্রাংশু শিল্প বিদ্যালয় থেকে অঙ্কন, নৃত্য ও হাতের কাজে দক্ষতা অর্জন করেন। তিনি মাউন্ট কারমেল স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর লেডি ব্রাবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগে স্নাতকোত্তর শ্রেনীতে ভর্তি হন। তবে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কারনে তাঁকে পড়াশোনা অসম্পূর্ন রাখতে হয়। তিনি ১৯৯৯ সালে সঞ্জয় চক্রবর্তীকে বিবাহ করেন। সঞ্জয় মবি অ্যাপস নামে একটি সিইও এর প্রতিষ্ঠাতা। ঋতুপর্না থ্যালাসেমিয়া রোগাক্রান্ত শিশুদের সাহায্যের জন্যেও যথাসাধ্য সহযগিতা করেন। তিনি অবসর সময়ে ব্যডমিন্টন খেলেন।

Rituparna Sengupta

অভিনয় জীবন

বাংলা ধারাবাহিক "সাদা পায়রায়" অভিনয় দিয়ে ঋতুপর্না অভিনয় জীবনের সূচনা করেন। এরপর ১৯৯২ সালে তাঁর অভিনীত প্রথম সিনেমা 'শ্বেত পাথরের থালা ' মুক্তি পেয়েছিল।তবে সেই সিনেমাতে তিনি অভিনয় করেন সহ অভিনেত্রীর চরিত্রে। এই ছবিতে তাঁর অভিনয় দেখে গুনমুগ্ধ হয়েছিলেন সকলেই। এরপর একে একে "সুজনসখী", "মনের মানুষ ও সংসার সংগ্রাম", "নাগপঞ্চমী" প্রভৃতি তাঁর প্রথম দিকের ছবিগুলি প্রচুর জনপ্রিয়তা অর্জন করে। এরপর তিনি মুম্বাইতে পাড়ি দেন এবং সেখানে তিনি হেমা মালিনীর সঙ্গে "মোহিনী" নামে একটি টেলিফল্ম এ অভিনয় করেন। এরপর "তিসরা কৌন" সিনেমাতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ঋতুপর্ন ঘোষের "দহন", "উৎসব", অপর্ণা সেনের "পারমিতার একদিন" ও বুদ্ধদেব দাশগুপ্তর "মন্দ মেয়ের উপাখ্যান" সিনেমায় তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়। দহন সিনেমাটিতে এক নব বিবাহিতা রোমিতার চরিত্রে অভিনয় করে তিনি ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরষ্কার লাভ করেন। বাংলাদেশের সিনেমায় অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি লাভ করেন। তবে ঋতুপর্না "সাগরিকা" সিনেমাটির জন্য বিশেষ সমালোচনার শিকার হন। তিনি "ওড়িশি" ও "মণিপুরী" নৃত্যশৈলিতে পারদর্শী।
"ভাবনা "আজ ও কাল" নামে তাঁর একটি নাচের দলও আছে। এই দলটি রবীন্দ্রনাথের "চিত্রাঙ্গদা","চন্ডালিকা", "শ্যামা","মায়ার খেলা"প্রভৃতি নৃত্যনাট্য গুলি মঞ্চস্থ করে বিশেষ খ্যাতি লাভ করেছে।

অভিনীত চলচ্চিত্র সমূহ

শ্বেত পাথরের থালা, মোহিনী, দহন, পারমিতার একদিন, উৎসব ,কালি টোপি লাল রুমাল, সবসে বড়কর কৌন, মন্দ মেয়ের উপাখ্যান, আলো, কালো চিতা, নিশিযাপন, ম্যায় মেরি পত্নী অর ওহ্‌, তপস্যা ,অনুরনন, অন্ধকারের শব্দ, গৌরী, চাঁদের বাড়ি, ম্যায় ওসামা, আয়নাতে, চতুরঙ্গ, ফেরা, লাভ খিচড়ি, এস আর কে, ফক্স, ডু নট ডিস্টার্ব, ফুটপাথ, মহানগর@ কলকাতা, রহমত আলি, আরোহন, বেদিনী, দিল তো বাচ্চা হ্যায় জি, নেকলেস, আগুন পাখি, চারুলতা, আলাপ, মুক্তধারা, মিসেস সেন অলীক সুখ, তিন কন্যা, বেলা শেষে, রাজকাহিনী, প্রাক্তন, টান, দৃষ্টিকোন, সিঁদুরের
অধিকার, শেষ চিঠি, চক্রব্যুহ, দ্বিতীয় বসন্ত ইত্যাদি।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography