টোটা রায়চৌধুরির জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ১ ফেব্রুয়ারী,২০২০

টোটা রায়চৌধুরী

বাংলা সিনেমাজগতের এক পরিচিত মুখ হলেন টোটা রায়চৌধুরি। তিনি একাধারে অভিনেতা ,নৃত্যশিল্পী এবং মার্শাল আর্ট শিল্পী।তিনি বাংলা ছাড়াও হিন্দি সিনেমাতেও যথেস্ট সাবলীল। যদিও তিনি জনসমক্ষে টোটা নামে পরিচিত, তবে তাঁর আসল নাম পুষ্পরাগ রায়চৌধুরি। কলেজে প্রথম বর্ষে পড়াকালীন তিনি প্রভাত রায়ের দুরন্ত প্রেম ছবিতে অভিনয়ের সুযোগ পান। সেখান থেকেই অভিনয়জীবনে তাঁর পথচলা শুরু হয়।

ছোটবেলা

টোটা রায়চৌধুরি ১৯৭৬ সালের ৯ই জুলাই কলকাতায় জন্মগ্রহন করেন। তিনি কার্শিয়াঙ্গের গোখেল'স মেমোরিয়াল স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন। তিনি ছোটবেলা থেকেই খুবই শৃঙ্খলাবদ্ধ জীবন জাপন করেছেন। তিনি কার্শিয়াঙ্গের আইরিশ ক্যাথোলিক ভাইদের সাথে বড় হয়ে উঠেছেন। তিনি মার্শাল আর্ট ছাড়াও ফুটবল,বাস্কেটবল এবং বিভিন্ন অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন।

ব্যাক্তিগত জীবন

টোটা রায় চৌধুরির স্ত্রী শর্মীলা রায়চৌধুরী। সেন্ট জেভিয়ার্স কলেজ এ পড়াকালীন দ্বিতীয় বর্ষে টোটা সেনাবাহিনীতে যোগদানের মনস্থ করেন। সেই উদ্দেশ্যে তিনি CDS পরীক্ষার প্রস্তুতিও নিতে শুরু করেন। কিন্তু সেই সময়েই বিশিষ্ট পরিচালক প্রভাত রায়ের সাথে তাঁর আলাপ হয় এবং তিনি তাঁর সিনেমায় অভিনয়ের সু্যোগ পান।

Tota Roychowdhury

চলচ্চিত্র জীবন

টোটা রায়চৌধুরি প্রভাত রায়ের সিনেমা দুরন্ত প্রেম এ অভিনয় করে,চলচ্চিত্রজগতে আত্মপ্রকাশ করেন। সিনেমায় অভিনয়ের শুরুর দিকে তিনি বেশকিছু ছোট ছোট নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। সেইসব চরিত্রে একইরকম অভিনয় করতে গিয়ে তিনি এক সময় হাঁপিয়ে ওঠেন। সেজন্য তিনি রূপোলি পর্দার জগত থেকে কিছুদিনের জন্য কর্মবিরতি নেন। আসলে তিনি একটু অন্যরকম চরিত্র খুঁজছিলেন অভিনয়ের জন্য। এই সময় তিনি দূরদর্শনের বেশ কিছু সিরিয়ালে অভিনয় করে বিশেষ পরিচিতি ও সাফল্য লাভ করেন। এই সময়েই জাতীয় পুরষ্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ন ঘোষ তাঁর সিনেমা শুভ মুহুরত এর জন্য নন্দিতা দাসের বিপরীতে টোটা রায়চৌধুরীকে অভিনয়ের সুযোগ করে দেন। বিভিন্ন সুপ্রসিদ্ধ অভিনেতা ও অভিনেত্রীর উপস্থিতিতেই টোটা নিজ অভিনয়গুনে দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তিনি সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী রাখী, শর্মীলা ঠাকুর ও নন্দিতা দাসের সাথে অনেক সিনেমাতেই সাবলীল অভিনয় করেছেন। পরবর্তীকালে ঋতুপর্ন ঘোষ তাঁর অপর এক সিনেমা চোখের বালিতে ঐশ্বর্য রাই এরবিপরিতে অভিনয়ের জন্য টোটাকে পুনরায় নির্বাচিত করেন। এই সিনেমায় টোটার অনবদ্য অভিনয় তার সমালোচকদের মুখে কুলুপ এঁটে দেয় এবং তিনি পুনরায় জনপ্রিয়তা অর্জন করেন। তিনি প্রচুর সম্মানীয় পুরস্কারের অধিকারী হয়েছেন।

অভিনীত চলচ্চিত্রসমূহ

টোটা রায়চৌধুরি অভিনীত সিনেমাগুলি হল, পূজা, মুখ্যমন্ত্রী, লাঠি, রণক্ষেত্র, শুধু একবার বলো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দাদাঠাকুর, শুভমুহুরত, চোখের বালি, শূন্য এ বুকে, অভিনেত্রী, দোসর, পদক্ষেপ, কেলেঙ্কারী, কৈলাসে কেলেঙ্কারী, আলোয় ফেরা, গোলমাল, টিনটোরেটর যিশু, ৯০ঘন্টা, মন আমার শেষের কবিতা, অংশুমানের ছবি, পরান যায় জ্বলিয়া রে, হিটলিস্ট, বলো না তুমি আমার, তারা, পাগলু ২, তোর নাম, ভিলেন, আবর্ত, সানগ্লাস, এক ফালি রোদ, কাথিতি (তামিল সিনেমা),বিয়ে নট আঊট, চৌকাঠ-দ্য ত্রিসোল্ড, অহল্যা্‌, তিন, কাহানি ২, বেঁচে থাকার গান, ইন্দু সরকার, জানবাজ, হেলিকপ্টার ইলা, রাঁচী, মীরা দ্য গার্ল অন দ্য ট্রেন।

দূরদর্শন

ফেলুদা ফেরত, অলৌকিক না লৌকিক, তারানাথ তান্ত্রিক, এখানে আকাশ নীল, মুখোশ মানুষ, এই নরদেহ।


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।




সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography