নুসরত জাহানের জীবন কাহিনী ও নানান অজানা দিক

নিজস্ব প্রতিনিধি ০৮ই ফেব্রুয়ারী ২০১৭

নুসরত জাহান একজন ভারতীয় বাংলা চলচ্চিত্রের সফল অভিনেত্রী যিনি বিগত কিছু বছরে বেশ সাফল্যের সাথে অভিনয় করে আসছেন। ২০১১ সালে রাজ চক্রবর্তীর শত্রু ছবি দিয়ে নুসরত বাংলা চলচ্চিত্র প্রবেশ করেন এবং বিভিন্ন ঘরানার বাংলা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করে আসছেন।

ছোটবেলা

৮ই জানুয়ারী ১৯৯০ সালে নুসরত জাহান পশ্চিমবঙ্গের  একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কুইন অফ দা মিশন স্কুল থেকে তিনি প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর ভবানীপুর কলেজ থেকে তিনি কমার্সে গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন।

চলচ্চিত্র জীবন

২০১০ সালে মডেলিং-এর মাধ্যমে তিনি তার কেরিয়ার শুরু করেন। ঐ সালে আয়োজিত ফেয়ার ওয়ান কন্টেস্টে তিনি বিজয়ী হন এবং মিস কলকাতা অ্যাওয়ার্ড লাভ করেন। পরের বছর রাজ চক্রবর্তী পরিচালিত শত্রু ছবিতে তার আত্মপ্রকাশ ঘটে। ঐ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা জিৎ। পরের বছর তিনি দেবের বিপরীতে খোকা ৪২০ এবং অঙ্কুশের বিপরীতে খিলাড়ী সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেন।



অঙ্কুশের সাথে তার জুটি সর্বাধিক জনপ্রিয় হয় এবং এরপরে তারা দুজনে বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন যেমন জামাই ৪২০, হরিপদ ব্যান্ডওয়ালা, কেলোর কীর্তি ইত্যাদি।

বানিজ্যিক ঘরানার পাশাপাশি তিনি বেশ কিছু অন্য ধারার ছবিতেও অভিনয় করেন এবং সমাদৃত হন। এর মধ্যে অরিন্দম শিলের হর হর ব্যোমকেশ সবথেকে উল্লেখযোগ্য। সৃজিত মুখার্জীর জুলফিকার ছবিতে তিনি একটি বোল্ড চরিত্রে অভিনয় করেন এবং খুব সাহসী কিছু দৃশ্যে অভিনয় করেন।

নুসরত জাহানের অভিনীত সিনেমাগুলি হল

Shotru (2011)
Khoka 420 (2013)
Khiladi (2013)
Action (2014)
Yoddha: The Warrior (2014)
Sondhe Namar Agey (2014)
Jamai 420 (2015)
Har Har Byomkesh (2015)
Power (2016)
Kelor Kirti (2016)
Love Express (2016)
Zulfiqar (2016)
Haripad Bandwala (2016)


এই নিবন্ধটি পড়ার জন্যে ধন্যবাদ। অনুগ্রহ করে এই পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে আপনার বন্ধুদেরকে জানান। নিজের ফেসবুক বা টুইটারে শেয়ার করুন।ধন্যবাদ।


সেলিব্রিটি
Uttam Kumar Biography Soumitra Chatterjee Biography Ranjit Mallick Biography
Victor Banerjee Biography Chiranjit Chakraborty Biography Prasenjit Chatterjee Biography
Tapas Pal Biography Jeet Bengali Actor Biography Parambrata Chatterjee
Saswata Chatterjee Biography Suchitra Sen Biography Supriya Devi Biography
Mahuya Roy Chaudhury Biography Satabdi Roy Biography Debashree Roy Biography
Rachana Banerjee Biography Koyel Mallick Biography Srabanti Chatterjee Biography
Subhashree Ganguly Biography Nusrat Jahan Biography